বরগুনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পিবিএ,বরগুনা: বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের নিমতলী গ্রাম থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার সকাল ১০ টার দিকে মৃত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। এরআগে নিমতলী গ্রামের বয়াতী বাড়ীর বাগানে মরদেহ পরে আছে বলে বরগুনা থানায় এবং বাবুগঞ্জ ফাড়িকে জানায় এলাকাবাসী। বাবুগঞ্জ পুলিশ ফাড়ির (এসআই) বেলাল পিবিএকে জানান, এলাকাবাসী ফোন করে জানানোর পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।

পিবিএ/সাগর/হক

আরও পড়ুন...