রবিবার বিকালে দেশে ফিরতে পারে টাইগাররা

পিবিএ স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারার কারণেই মূলত তড়িঘড়ি করে দেশে ফিরছে বাংলাদেশ দল। দলের নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, রবিবার (৭ জুলাই) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা।

এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে দলটি। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড-ওয়েলসে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে গত ১ মে তারিখে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রবিবার দেশে ফিরছেন তারা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...