বরিশালে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পিবিএ বরিশাল: বরিশালে বিদ্যালয় থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আজ রোববার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন সিকদার। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জালিরচর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর দুপুরে মেহেন্দীগঞ্জ উপজেলার ধুলিয়ারচর গ্রামের ওই স্কুলছাত্রী (১৪) বিদ্যালয় থেকে ফেরার পথে আসামি সুজন সিকদার জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ওই বছরের ৩১ অক্টোবর কিশোরীর বাবা বাদী হয়ে বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য মেহেন্দীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। থানার তৎকালীন উপপরিদর্শক মো. কামাল হোসেন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি মো. ফয়েজুর রহমান বলেন, মামলার যুক্তি-তর্ক শেষে আজ দুপুরে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...