পিবিএ,বরিশাল : বরিশালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মালেক ফকির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত মালেক ফকির মাদক কারবারি। তিনি নগরীর কেডিসি এলাকার এন্তাজ ফকিরের ছেলে।বৃহস্পতিবার ভোর রাতে নগরীর হরিনাফুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাতে নগরীর হরিনাফুলিয়া এলাকায় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন মালেক।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/বাখ