পিবিএ,ববি, (বরিশাল): বরিশালের সুশীল সমাজের আহবানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগ চেয়ে চলমান আমরণ অনশন কর্মসূচি আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে বরিশালের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো: হানিফ (সাবেক সিন্ডিকেট সদস্য), বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মহিলা কলেজের অধ্যক্ষ, বিএম কলেজের সাবেক অধ্যাক্ষসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অনশনরত শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন।

এসময় তারা শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় চান। এর মধ্যে উপাচার্যের অপসারণ করার প্রতিশ্রুতি দেন তারা। সুশিল সমাজের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত করেন। তবে তাঁরা মাঝের দিনগুলো শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সোমবারের মধ্যে যদি কোন সুখবর না আসে ও উপাচার্য পদত্যাগ না করেন, তবে মঙ্গলবার থেকে আবারো আমরণ অনশনের হুশিয়ারি দিয়েছেন তাঁরা। এসময় অধ্যাপক হানিফ শিক্ষক-শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান।
এই বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেছেন, ‘আমরা সুশীল সমাজের আশ্বাসে আমাদের অনশন স্থগিত করেছি। মাঝের দিনগুলোতে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। সোমবারের মধ্যে কোন সুখবর না এলে আমরা আবারো অনশনে যাবো।’
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, ‘বরিশালের সুশিল সমাজের আহবানে আমরা আমাদের আমরণ অনশন স্থগিত করেছি। তাঁরা সোমরাব পর্যন্ত সময় নিয়েছেন ও আশ্বস্ত করে বলেন, এরমধ্যে উপাচার্যের অপসারণে কার্যকর ভূমিকা রাখবেন। যদি এর মধ্যে কোন সুখবর না পায়, তবে মঙ্গলবার থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ বরিশালের সুধী সমাজ নিয়ে আমরা আবারো আমরণ অণশনে যাবো।
পিবিএ/জেএ/আরআই