বর্ণবৈষম্যমূলক মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন সরফরাজ

Satfaraz
পাক ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ

 

পিবিএ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেহলুকোয়াও উদ্দেশে বর্ণবৈষম্য মূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। কাউকে অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে এটাই বলেছেন তিনি। তবে গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আইসিসি।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেটে পরাজিত হয় সরফরাজের পাকিস্তান। দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দেয় দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিলে ফেহলুকোয়াও এবং র‌্যাসি ভ্যান ডার ডাসেনের ১২৭ রানের জুটি। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮০ রানে ৫ উইকেট খুইয়ে দল যখন বেসামাল, ঠিক তখনই ব্যাট হাতে দুর্গ রক্ষায় নেমে পড়েন তারা।

কিছুতেই জুটি ভাঙতে না পেরে তখন বেশ হতাশ দেখাচ্ছিল পাক অধিনায়ককে। ম্যাচের ৩৭তম ওভারে সিঙ্গল নিয়ে নন স্ট্রাইকার এন্ডে পৌঁছন ফেহলুকোয়াও। সেই সময় সরফরাজকে বলতে শোনা যায়, ‘আবে কালে, তেরি আম্মি আজ কাহা বৈঠি হ্যায়? কেয়া পরওয়াকে আয়ি হ্যায়?’ তার এই মন্তব্য বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়, ‘ওরে কালো, তোর মা আজ কোথায় বসেছেন? প্রার্থনায় আজ কী চেয়েছিস?’ পাক অধিনায়কের এই মন্তব্য স্টাম্প মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায়। আর তার জেরেই শুরু হয় বিতর্কের ঢেউ।

কুরুচিকর মন্তব্যের জন্য সরফরাজ আহমেদকে ফেহলুকোয়াও-এর কাছে ক্ষমা চাওয়ার জন্য টুইটারে বার্তা দেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একজন পাকিস্তানি হিসেবে এটা মেনে নিতে পারছি না। মনে হয় উত্তেজনার মুহূর্তে এমন মন্তব্য করে ফেলেছে। অবিলম্বে ওর ক্ষমা চাওয়া উচিত।’

তবে শুধু শোয়েবই নন, পুরো ক্রিকেট বিশ্ব সরফরাজের মন্তব্য ঘিরে তোলপাড়। তীব্র নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

পিবিএ/জিজি

আরও পড়ুন...