বর্ণাঢ্য আয়োজনে পাঁচবিবিতে পহেলা বৈশাখ উদযাপন

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবিতে পহেলা বৈশাখ ১৪৩২ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানে সুচনা করা হয়।

পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পাঁচবিবি স্টেডিয়াম থেকে বাঙ্গালীর সংস্কৃতির ঐতিহ্যকে লালন করে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরেে কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে স্টেডিয়ামে এসে শেষ হয়।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু ও শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত, বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
এছাড়া এদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...