বর্ণাঢ্য আয়োজনে কুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পিবিএ,কুবি: ‘অর্ধ যুগ পেরিয়ে, সাহস নিয়ে এগিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে সংগঠনটি।

দিবসটি উদযাপনের শুরুতে দুপুরে কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সাড়ে প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনটির ৬ষ্ঠ বর্ষপূর্তির কেক কাটেন অতিথিবৃন্দ।

আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর সাবিকের সঞ্চালনায় ও সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের, সংগঠনটির উপদেষ্টা ও বিশ^বিদ্যালয়ের ছাত্রপরামর্শক অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: বেলাল হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘সাংবাদিকতা একটা পেশা যখন সে এটা ধারণ করে তখন সে সাংবাদিক হয়ে ওঠে। সত্যকে ধারণ করার সময় এখনই। কুমিল্লার শালবন বিহারে আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে একদিন দেশের সেরা বিশ্ববিদ্যালয়।

মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন,‘সবকিছুর মূলে থাকতে হবে এদেশের মানুষের কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠা। উন্নয়ন সাংবাদিকতার দিকে দৃষ্টি দিতে হবে। ইতিবাচক সাংবাদিকতাই পারে দেশ তথা জাতির পরিবর্তন এনে দিতে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন,‘গণমাধ্যম না থাকলে সাংবাদিকতা বিকশিত হয়না। সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা আছে। তবে সকল স্বাধীনতার একটি বাধ্যবাধকতা আছে। যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যের দ্বারা সব করা সম্ভব।

আলোচনা অনুষ্ঠান শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত ফটোগ্রাফি কন্টেস্টে বিজয়ী ১০ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া গত ২ নভেম্বর ক্যাম্পাস সাংবাদিকতা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদেরও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কর্মকর্তা পরিষদের নেতৃবৃন্দ, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি ২০১৩ সালের ৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। গত ৬ ডিসেম্বর সংগঠনটি অর্ধযুগ পার করে।

পিবিএ/জাহিদুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...