বর্তমান সময়ে ট্রাক্টরের দাপটে এখন আর গরু লাঙ্গল দিয়ে হালচাষ হয় না বললেই চলে। অথচ এইতো নিকট অতিতেও আবহমান বাংলার গ্রামীণ জনপদের অবিচ্ছেদ্য অংশ ছিল এটি। বর্তমান প্রজন্মের কাছে গরু লাঙ্গলের হালচাষ এক ভিন্ন অনুভুতির নাম। পথে প্রান্তরে অভাবিত এ দৃশ্য মিলতেই তাই অনেকেই থমকে দাঁড়ায়। চিরায়ত বাংলার স্মৃতির সাগরে হাতরে বেড়ায় সমৃদ্ধ অতীত ঐতিহ্যকে। ছবিটি যশোরের মনিরামপুর উপজেলার আটমাইল থেকে তোলা। ছবি: পিবিএ

আরও পড়ুন...