বর্তমান সরকার কৃষক বান্ধব: ওবায়দুল কাদের

বর্তমান সরকার কৃষক বান্ধব: ওবায়দুল কাদের

পিবিএ ডেস্ক: বর্তমান সরকার কৃষক বান্ধব দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে। বুধবার (২২মে) সকালে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না। সরকার কৃষক বান্ধব। ধানের দাম নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এসময় তিনি বলেন, ভারতের যে দল বা জোট ক্ষমতায় আসুক তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। ভারতের নির্বাচনের পর দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বিআরটিসির ৬০০ বাস ভারত থেকে আসবে। ইতোমধ্যে ১৭৯টি বাস এসেছে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...