বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা, বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জের রেস্তোরাঁ মালিকেরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নজুরল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ফেরদৌস আলম, বকুল খান, আব্দুল হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন গুপ্ত প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের ব্যাবসায়ীদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা দেশের জন্য অবদান রাখতে চাই। আমরা বলেছিলাম ভ্যাট কমিয়ে ৫% থেকে ৩% করতে। কিন্তু আপনারা তা না করে করলেন ১৫%। আমরা আগে যেমন ভ্যাট দিতাম সেভাবেই দিতে চাই। আমরা ভ্যাট দিবো কিন্তু সেটা আমাদেরকে মেরে নয়। দয়া করে আমাদের উপর এমন জুলুম চাপিয়ে দিবেন না। যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ মানববন্ধনে সিরাজগঞ্জের সকল রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরাসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন...