বর্ষবরণে নেটদুনিয়ায় কোহালি ও অনুষ্কা

পিবিএ,ঢাকা: ইংরেজী বর্ষবরণের রাতে সিডনিতে রোম্যান্টিক মেজাজে দেখা গেল বিরাট কোহালি ও অনুষ্কা শর্মাকে। বিরাটের গলা জড়িয়ে ধরে অনুষ্কার ছবি হয়ে উঠল ভাইরাল। নতুন বছরের প্রথম দিনে ‘বিরুষ্কা নিয়েই সরগরম থাকল নেটদুনিয়া।

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ১৩৭ রানে জিতে ভারতীয় দল এখন ছুটির মেজাজে। বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু বর্ডার-গাওস্কর ট্রফির চতুর্থ টেস্ট। ২-১ এগিয়ে থাকা ভারত সিরিজ জিততে মরিয়া। অধিনায়ক কোহালি তা পরিষ্কার জানিয়েও দিয়েছেন। তার আগে বর্ষবরণের রাতে উৎসবের মেজাজে দেখা গেল কোহালি-অনুষ্কাকে।

টুইটে অনুষ্কার সঙ্গে ছবি পোস্ট করে কোহালি লিখেছেন, “দেশে থাকা সবাইকে ও বিশ্বের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি অস্ট্রেলিয়া থেকে। এই বছরটা দারুণ কাটুক। গড ব্লেস।” কোহালির পোস্ট করা দুটো ছবি অনেকেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...