বর্ষবরণে প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পিবিএ,জবি: রাত পোহালেই পহেলা বৈশাখ। বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে স্বাগত জানাতে প্রায় প্রস্তুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন । নতুন বছরকে স্বাগত জানাতে বিভাগীয় শ্রেণী কক্ষ ও নতুন ভবনের নিচ তলায় দুই ভাগে ভাগ হয়ে তাঁরা কাজ করছেন। শিক্ষার্থীদেরও আগ্রহের কমতি নেই। সহপাঠী, বিভাগের শিক্ষক ও বিভিন্ন ব্যাচের সকল শিক্ষার্থী এক সাথে আনন্দ, আড্ডা আর গল্পের সাথে কাজ করে চলছে।

নদী মাতৃক বাংলাদেশের হারানো ঐতিহ্য ও সংস্কৃতিক জীবনযাত্রার ধারাকে তুলে ধরতে ‘বাঁচলে নদী বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান কে সামনে রেখে এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উদযাপনের মঙ্গল শোভাযাত্রার মূল থিম নির্ধারন করা হয়েছে ‘নদী’। আর মুখোশের পরিবর্তে এবার মাছের প্রতিকৃতি তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে বেজি, শুশুক, বজরা, ডিঙ্গি, ময়ূরপঙ্খী নৌকা ও নৌকা বাইচের দৃশ্য।

পুরান ঢাকার বুড়িগঙ্গার নদী তীরে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বুড়িগঙ্গার সেই স্বচ্ছ পানির প্রবাহ, পাল তোলা নৌকা আর মাছ যেমন হারিয়ে গেছে অনেক বছর আগেই। তেমনি নদী কেন্দ্রীক গড়ে ওঠা এ দ্বীপর মানুষদের নদী দখল ও নিয়মিত দূর্ষণে হারিয়ে গেছে অনেক নদী। সরকার সম্প্রতি নদীকে অবৈধ দখলদারদের হাত থেকে বাঁচানোর জন্য নান উদ্যেগ গ্রহণ করেছেন। সাথে দেশবাসীকে আবার তাদের ঐতিহ্য সচেতন করার জন্য এমন উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চারুকলা বিভাগের বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসাইন বলেন, ‘আমরা নদীর প্রতিচ্ছবি তুলে ধরার জন্য বিভাগের সবাই মিলে কাজ করছি। এই কাজের মাধ্যমে আমরা অনেক ব্যতিক্রমী কাজ শিখতে পারছি।’

চারুকলা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আলপ্তগীন বলেন, বিশ্বের অনেক দেশ তাদের ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা না করার জন্য তা ভুলে গেছে। আমরা এবছর বৈশাখ উৎসবে আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে মানুষকে সচেতন করার জন্য কাজ করছি।

বর্ষবরণে এ বছর বিশ্ববিদ্যালয়ে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। সকালে মঙ্গল শোভাযাত্রার পর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা থাকছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, আমাদের স্বাধীনতা ও বিভিন্ন আন্দোলনে মূল স্লোগান ছিলো ‘তোমার আমার ঠিকানা/ পদ্মা, মেঘনা, যমুনা।’ আমরা জন্মসূত্রে নদীমাতৃক আর স্বাধীনতার যে ঠিকানা ব্যবহার করেছি তাও নদী। তাই আমাদের নিজেদের জন্য নদী বাঁচাতে। গণসচেতনার জন্যই এ বছর নদীকে প্রধান প্রতিপাদ্য করা হয়েছে।

পিবিএ/টিপি/হক

আরও পড়ুন...