বর্ষায় চুলের যত্ন

পিবিএ ডেস্ক: বাতাসে আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চুলের দরকার হয় বাড়তি যত্ন। কেবল গরমেই নয়, বর্ষাতেও চুলে প্রয়োজনীয় আর্দ্রতা দরকার পড়ে। বিভিন্ন শ্যাম্পু বা কন্ডিশনারে ভর দিয়ে মখমলি চুলের স্বপ্ন দেখেন অনেকেই। এই ঋতুতে চুল ঝরেও অনেক বেশি।

অথচ সহজলভ্য প্রাকৃতিক উপাধান মধুতেই রয়ছে চুলকে সতেজ ও ঝলমলে করে তোলার উপায়। চুল ঝরে যাওয়া কমাতেও কাজে আসে এই বিশেষ উপাদানটি। তাই মধু দিয়ে বানানো কিছু মাস্ক ব্যবহার করলে এই বর্ষাতেও চুল চিটচিটে হয় না। বরং আর্দ্রতা বজায় থাকে চুলে। তাই চুলের যত্নে ব্যবহার করুন কিছু মাস্ক।

মধু-পানি:গোসলের সময় এক মগ পানিতে মিশিয়ে নিন আধ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মধু। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহারের পরিবর্তে এই মিশ্রণ ঢেলে দিন চুলে। আঙুল চালিয়ে হালকা ম্যাসাজ করুন। পানি দিয়ে ভাল করে ধুয়ে নিন চুল।

মধু-দই: দু’চামচ টক দই ও তিন চামচ মধু মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিন। গোসলের আগে এই মিশ্রণ মেকে নিন চুলে। তার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল।

ডিম-মধু: এই সময় চুলে খুব জট পড়ে। রুক্ষ চুলের সমস্যায় যাঁরা ভোগেন, তাঁদের জন্য এই প্যাক খুব কার্যকর। দুটো ডিম ভেঙে তাতে তিন চামচ মধু যোগ করে ফেটিয়ে নিন। এই প্যাকটিও গোসলের আগে চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন খুব ভাল করে। শ্যাম্পুর পর ক্ষারবিহীন বা খুব অল্প ক্ষারযুক্ত কোনও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...