বর্ষায় জ্বর, সর্দি-কাশি হলে কী করবেন?

পিবিএ ডেস্কঃ বর্ষা মানে তীব্র দাবদাহের পর একরাশ স্বস্তি। তাই গোটা গ্রীষ্ম জুড়ে দেশবাসী তাকিয়ে থাকে বর্ষার আশায়। তবে এই বছর বাংলাদেশে বর্ষা দ্বৈত নীতি নিয়ে এসেছে। বর্ষায় খামখেয়ালি পনাতেও জ্বর-সর্দি-কাশি-গলাব্যথার কোনও বিরাম নেই। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

সমস্যার মূলেঃ আসলে বর্ষাকালে আবহাওয়া খুব তাড়াতাড়ি বদলে যায়। অর্থাৎ এই প্রখর সাদা রোদ তো পরক্ষণেই বৃষ্টি। এসবের সঙ্গে আবার জড়িয়ে রয়েছে আর্দ্রতাজনিত সমস্যা। এই নির্দিষ্ট সময়ে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় একধরনের অস্বস্তি কাজ করে। এমন আবহাওয়ায় জ্বর-সর্দি সৃষ্টিকারী ভাইরাসগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এছাড়া আবহাওয়ার এই দ্রুত বদল মানুষের শরীরের তাপমাত্রারও অনেকটাই পরিবর্তন ঘটায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) কমিয়ে দেয়। ফলে খুব সহজেই মানুষ জ্বর-সর্দি-কাশির মতো সমস্যায় আক্রান্ত হন।

জ্বরঃ বর্ষাকালে জ্বরে আক্রান্ত হলে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপও বেশ বেড়ে যায়। তাই দুই-তিন দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করানো দরকার।

গলা ব্যথাঃ প্রচুর মানুষ এই নির্দিষ্ট সময়ে গলা ব্যথায় আক্রান্ত হন। মূলত ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিসের মতো অসুখ থেকে গলা ব্যথা হয়।

মনে রাখবেনঃ হোমিওপ্যাথি একটি লক্ষণ নির্ভর চিকিৎসা ব্যবস্থা। এক্ষেত্রে মানুষভেদে ওষুধ বদলে যায়। তাই রোগের তীব্রতা খুব বেশি থাকলে নিজে থেকে ওষুধ না খেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...