বর্ষা এসেছে। নদী-নালা, খাল-বিল সব জলে ভরে গেছে। এসময় পাওয়া যাচ্ছে প্রচুর মাছ। মাছ ধরার একটি অন্যতম উপকরণ হলো চাঁই। ফলে বেড়া উপজেলায় চাঁইয়ের অনেক চাহিদা বেড়েছে, হাটে উঠেছে প্রচুর চাঁই। ছবিটি পাবনার বেড়া উপজেলার ইছামতি বাজার থেকে তোলা। রবিবার, ৩০ জুন। ছবি: পিবিএ