পিবিএ ডেস্ক: বলিরেখা মানেই ত্বকে বয়সের ছাপ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে আমাদের ত্বকের টানটান ভাব। মুখের চামড়া কুচকে যাওয়া, ভাঁজ পড়া, চোখের নিচে ভাঁজ পড়া, নির্জীব ত্বক, এগুলোই বয়স বেড়ে যাওয়ার লক্ষণ। কিন্তু অকালে বলিরেখা দেখা দিলে সেটা আপনার সৌন্দর্য্য নষ্ট করে। ঘরোয়া পদ্ধতির পাশাপাশি ব্যবহার করতে হবে অ্যান্টি-এজিং ক্রিম। বেশিরভাগ মানুষের ধারণা অ্যান্টি-এজিং ক্রিম ৩০ এর পরে ব্যবহার করতে হয়। কারণ এর আগে তো আর বয়সের ছাপ আসে না। কিন্তু একথা একেবারেই ঠিক নয়। এজিং ২০ বছর বয়সেও দেখা দিতে পারে। বিশেষ করে মেয়েদের। অন্যদিকে কেমিক্যাল মিশ্রিত ক্রিম ব্যবহারেও হতে পারে হিতের বিরপরীত। তাইতো আজকের লেখাতে থাকছে বলিরেখার জন্য আলু, দুধ ও গ্লিসারিন ফেসপ্যাক।
চলুন তাহলে জেনে নেওয়া যাক বলিরেখার জন্য আলু, দুধ ও গ্লিসারিন ফেসপ্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) আলু
(২) দুধ
(৩) গ্লিসারিন
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটি আলু ছেঁচে নিন সাথে ২ চামচ কাঁচা দুধ ও ২ ৩ ফোটা গ্লিসারিন নিয়ে ভালো করে মিশিয়ে নিন ।
(২) এরপর মুখে ও আক্রান্ত স্থানে ভালো ভাবে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায়।
এই ফেসপ্যাকটি ত্বকের বলি রেখা, ডার্ক সার্কেল দুর করতে সাহায্য করে।তাহলে আর দেরি কেনো বলিরেখা ঠেকাতে আজই ব্যবহার শুরু করে দিন এই প্যাক।
পিবিএ/ইকে