পিবিএ,ঢাকা: আজ থেকে মাঠে গড়িয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসরের প্রথম রাউন্ড। মোট চার ম্যাচের বৃষ্টির কারণে দুটি ম্যাচে প্রথম দিনের খেলা হয়নি। বাকি দুটি ম্যাচেও ছিল বৃষ্টির বাগড়া।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ প্রথম দিন বল হাতে আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা মেট্রোর মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ।
আজ প্রথম দিনে ৫১ ওভার খেলা হয়েছে তাতে চট্টগ্রাম ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান করেছে। এদিন ১৮ ওভার বল করে ৫টি মেডেনসহ ৪০ রানের খরচ করে ঢাকার ৩টি উইকেটই শিকার করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
চট্টগ্রামের পক্ষে সাদিকুর রহমান ৫১, অনেকদিন পর ক্রিকেটে ফেরা তামিম ইকবাল ৩০ আর অধিনায়ক মমিনুল করেন ১১ রান। এছাড়া পিনাক ঘোষ ৩০ ও তাসামুল হক ১৭ রানে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম বিভাগ: ১৪৭/৩ (৫১ ওভার)
সাদিকুর ৫১, পিনাক ৩০*, তামিম ৩০, তাসামুল ১৭*, মুমিনুল ১১। মাহমুদউল্লাহ রিয়াদ ৪০/৩।
চট্টগ্রাম বিভাগ:
তামিম ইকবাল, মুমিনুল হক, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, ইয়াসির আলী রাব্বি, তাসামুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মাসুম খান টুটুল, মেহেদী হাসান (অনূর্ধ্ব-১৯), নোমান চৌধুরী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, শাখাওয়াত হোসেন, ইরফান শুক্কুর ও নাঈম হাসান।
ঢাকা মেট্রো:
সাদমান ইসলাম অনিক, রাকিন আহমেদ, শামসুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মার্শাল আইয়ুব, আল আমিন জুনিয়র, জাবিদ হোসেন, সৈকত আলী, আরাফাত সানি, মোহাম্মদ শহিদুল, আবু হায়দার রনি, মানিক খান, মোহাম্মদ ইলিয়াস ও আমিনুল ইসলাম বিপ্লব।
পিবিএ/ইকে