বশেমুরবিপ্রবি’তে ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানুয়াল পারফর্মেন্স ম্যানেজমেন্ট

পিবিএ,বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে ২৬ এপ্রিল ২০১৯ সকাল ৯টায় একডেমিক ভবনের ৫০১নং কক্ষে ‘ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি অ্যান্ড এ্যানুয়াল পারফর্মেন্স ম্যানেজমেন্ট: বিএসএমআরএসটিইউ পার্সপেকটিভ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ন্যাশনাল ইনটিগ্রিটি স্ট্র্যাটেজি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম, মোঃ ওমর ফারুক।

কর্মশালায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক ড. মোঃ ফখরুল ইসলাম, মোঃ ওমর ফারুক, সিনিয়র সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব আর এইচ এম আওয়াল কবির।

প্রধান অতিথি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালায় বিশ্বদ্যিালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের সভাপতি এবং দপ্তর প্রধানগণ অংশগ্রহন করেন।

পিবিএ/এসকে/এমএসএম

আরও পড়ুন...