মনির হোসেন মাহিন,রাবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবির) এক ছাত্রীকে গণধর্ষণ ও স্থানীয় লোকজন কর্তৃক নিরীহ শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ”প্রথম আলো বন্ধুসভা”।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি জানান, ‘আমার সোনার বাংলাই, ধর্ষকদের ঠাই নাই’, ‘বশেমুরবপ্রবি ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘ প্রীতিলতার বাংলাদেশে ধর্ষকদের ঠাই নাই’, ‘ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুরিয়ে গুঁড়িয়ে দাও’।
অবস্থান কর্মসূচিতে বন্ধুসভার সদস্য আশফাকুর রহমান আদির সঞ্চালনায় সভাপতি সুরুজ সরদার বলেন,’জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ এলাকায় যদি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে আর এর প্রতিবাদে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা স্থানীয়দের ন্যাক্কারজনক হামলার শিকার হন তাহলে নিরাপত্তা কোথায়? এই বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে জড়িদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই’।
এসময় সাবেক সভাপতি তাসনিম বলেন, আমি একটা মেয়ে হিসেবে আরেকটা মেয়ের এমন পরিস্থিতি যথেষ্টই বুঝতে পারছি। একটা মেয়ের জীবনে এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। এমন স্বাধীন দেশে বাস করেও যদি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে না পারি আর যদি সেটা ক্যাম্পাসের মতো জায়গায় ওতপাতা সব নেকড়ের শিকারে পরিণত হতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
সাধারণ সম্পাদক সিফাত বলেন,
বিচার আমাদের দাবি না, এটি আমাদের নাগরিক অধিকার। যে ঘটনা গোপালগঞ্জে ঘটেছে সেই ঘটনা যে আমার ক্যাম্পাসে ঘটবে না তার তো কোন নিশ্চয়তা নেই।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন
সাবেক সভাপতি তারিফুল ইসলাম, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়, প্রচার সম্পাদক তুহিনুজ্জামান তুহিনসহ অন্যান্য সদস্যরা। এসময় বক্তারা বলেন,
বাংলাদেশ ধর্ষণের যথাযথ বিচার না হওয়ায় বারবার এই ঘৃণ্যতম অপরাধ সংঘটিত হচ্ছে তাই অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান তারা।
এসময় সংগঠনটির অর্ধ শতাধিক সদস্য ও প্রায় শতাধিক সাধারণ শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।##