বসল শেষ সুপার গার্ডার, দৃশ্যমান পদ্মার সংযোগ সেতু

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসেছে পদ্মাসেতুর সবশেষ সুপার গার্ডার। এর মধ্য দিয়ে মূল সেতু দৃশ্যমান হওয়ার পাঁচ মাসের মধ্যেই পূর্ণাঙ্গ সংযোগ সেতু দৃশ্যমান হলো।

শনিবার সন্ধ্যায় ৪৩৮তম সুপার গার্ডারটি বসার মধ্য দিয়ে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর সোয়া তিন কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। পুরোসেতুর অবকাঠামো মাওয়াকে জাজিরার সঙ্গে যুক্ত করছে।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজব আলী বলেন, এই গার্ডারটি বসানোর মধ্য দিয়ে পদ্মাসেতু প্রকল্প আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্তের সংযোগে আর কোনো বাধা রইল না।

পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ ১৪৭৮ মিটার এবং জাজিরা প্রান্তে সংযোগ সেতুর দৈর্ঘ ১৬৭০ মিটার।

আরও পড়ুন...