পিবিএ,ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বহুতল ভবনে কাজ করার সময় নিচে পড়ে একরামুল (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটায় মৃত ঘোষণা করেন।
ভবনের ইঞ্জিনিয়ার মাসুদ রানা পিবিএ’কে জানান, বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের, ১০ নম্বর রোডের ৬ তলা ভবনের পাশে মাচান বেঁধে রাজমিস্ত্রি কাজ করছি একরামুল। এসময় অসাবধানতাবশত ছয় তলা থেকে নিচে পড়ে যায় সে। এতে তার মাথা সহ অনেক জায়গায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
পিবিএ/এইচএ/হক