বসুন্ধরা আবাসিকে আজ রাত থেকে লকডাউন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন করা হবে বলে জানা গেছে।
সিটি কপোরেশন স্বাস্থ্য মন্ত্রনালয়, জেলা প্রশাসন, স্থানীয় থানাসহ সমন্বিতভাবে এই লকডাউন কার্যকর করা হবে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুকতারুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীজুড়ে এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে এই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত মতে যেসব এলাকায় করোনা শনাক্তের হার বেশি সেসব এলাকাকে রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে রেডজোন এলাকাগুলো ভিন্নমাত্রার লকডাউন করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

রেড জোন চিহ্নিত লকডাউন এলাকায় কঠোরভাবে সরকারি ও বিশ^ স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার বধ্যবাধকতা থাকবে। করোনা সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে আরো সর্তক ও সচেতনতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

পিবিএ/এমএ

আরও পড়ুন...