রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চোর চক্রে তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৩ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো.আজাদ রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, মো. নোমান (২০), মোবারক আলী (২৪), রাজ সোহেল (৩৭)।
প্রাথমিক তদন্তের বরাতে সিআইডি জানিয়েছে, গত ১২ অক্টোবর সকাল ৬টা থেকে ৬ টা ৫০ মিনিটের মধ্যে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি সনির ভিডিও ক্যামেরা, একটি ক্যাননের জুম লেন্স এবং একটি গ্রাফিক্স ট্যাবলেটসহ প্রায় ৫ লাখ ৮৭ হাজার টাকার মালামাল চুরি হয়।
পরে এ বিষয়ে তারবিয়া একাডেডির প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় অভিযোগসহ একটি মামলা করেন। এর প্রেক্ষিতে পুলিশের একটি টিম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিআইডি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি আরও জানিয়েছে, আসামিরা চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
চোর চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।