বসুরহাট পৌর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র চলছে: কাদের মির্জা

পিবিএ,কোম্পানীগঞ্জ (নোয়াখালী): আসন্ন নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।

সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১ টায় বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে ব্যবসায়ীদের আয়োজনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে কেন্দ্রে ভোট ডাকাতি হবে সে কেন্দ্র সাথে সাথে বন্ধ হবে। প্রয়োজনে দশবার ভোট হবে। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা চলবে না।
তিনি নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদে আহ্বান জানান।

এসময় সাম্প্রতিক সত্য বচন সম্পর্কে বলেন, আমি বাংলাদেশের কোনো অনিয়মের কথা বলিনি। আমি বলেছি নোয়াখালীর অপরাজনীতি, অনিয়ম ও আর দুর্নীতির কথা। কিন্তু কিছু মিডিয়া তা এডিট করে প্রচার করছে। উপস্থিত জনগনকে উদ্দেশ্যে করে বলেন, আমি কি পর্যন্ত কোথায়ও বলেছি শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করেছেন? জিয়াউর রহমান প্রথম হ্যা-না ভোটের ভিতর দিয়ে প্রহসনের নির্বাচন করেছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, কোম্পানীগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি নুর হোসেন ফরহাদ, সেক্রেটারি নাজিম উদ্দিন নিজাম সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

পিবিএ/রহমত উল্যাহ/জেডএইচ

আরও পড়ুন...