অনুষ্ঠানটির সিজন ১৩ এর সম্প্রচার শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর থেকে।
২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিগ বসের সিজন ১৩। সলমন খানের শো নিয়ে এবারও বাড়তে শুরু করেছে দর্শকদের উৎসাহ। এবারের সিজনে হাজির হচ্ছেন সিদ্ধার্থ শুক্লা থেকে শুরু করে দেবলিনা ভট্টাচার্য, দলজিত কৌর, কোয়েনা মিত্ররা। টেলিভিশনের একাধিক জনপ্রিয় মুখের সঙ্গে বসের ঘরে এবার হাজির হচ্ছেন রেশমি দেশাইও।
রিপোর্টে প্রকাশ, বসের ঘরে থাকার জন্য নাকি বিপুল অর্থ নিচ্ছেন রেশমি দেশাই। ১ কোটি ২০ লাখ রুপি নিয়ে তবেই বিগ বস ১৩-র ঘরে হাজির হচ্ছেন রেশমি। যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। যদিও অভিনেত্রী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
বিগ বস সিজন ১৩ এর সম্প্রচার শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর। কালারস টেলিভিশনে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা থেকে দেখা যাবে এই রিয়্যালিটি শো এবং সপ্তাহের অন্যান্য দিন দেখা যাবে রাত ১১টা থেকে।
পিবিএ/বিএইচ