বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সমাজকল্যাণ মন্ত্রীর আহ্বান

 

পিবিএ,লালমনিরহাট: মিথ্যা সংবাদ পরিবেশন করে কোনো ব্যক্তিকে বিভ্রান্তিতে না ফেলতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের গতি বাড়ানোর জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

রবিবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজ হল রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই অঞ্চলের মানুষ এক সময় দারিদ্র্যপীড়িত ছিল, তাদেরকে মফিজ বলা হত কিন্তু শেখ হাসিনার সরকার সেই দুর্নাম মুচিয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, পৌর মেয়র রিয়াজুল হক রিন্টু, সিনিয়র সাংবাদিক গোকুল রায়, শফিকুল ইসলাম কানু, মিজানুর রহমান মিজু ও আসাদ হোসেন রিফাতসহ জেলার কর্মরত আরো সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পিবিএ/ এআর /ইএইচকে

আরও পড়ুন...