পিবিএ,ঢাবি: ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও মাদকে সংশ্লিষ্ট থাকার দায়ে বহিষ্কৃত ৬৩ শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
গত ৩০ জানুয়ারি ওই ৬৩ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেট সভায়।
তবে ওই শিক্ষার্থীদের পরিচয় প্রকাশের ব্যাপারে প্রক্টর গড়িমসি করেছিলেন বলে অভিযোগ এসেছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বহিষ্কৃতদের পরিচয় প্রকাশের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করার পরও কেন তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না তা জানতে চেয়ে সোমবার প্রক্টর অফিসে গিয়েছিলেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। এ সময় তিনি প্রক্টর অধ্যাপক ডা. এ কে এম গোলাম রাব্বানীকে বহিষ্কৃতদের নাম প্রকাশের জন্য ৫ দিনের সময়সীমা দেন। বেঁধে দেয়া সময় সীমার একদিনের মাথায় বহিষ্কৃতদের পরিচয় প্রকাশ করা হলো।
পিবিএ/এমএসএম