পিবিএ,ঢাকা: এশিয়া ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের ইন্টারপোল ও পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে ০৫ (পাঁচ) দিনব্যাপী INTERPOL Policing Capabilities Programme for Asia and South Pacific’ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ আজ রোববার( ০১ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণটি আগামী ০৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে সমাপ্ত হবে। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর শেখ মুহম্মদ মারুফ হাসান বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে কোর্সটির শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারপোল সিবিটি পরিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ম্যাগালিঙ্গম ভিমান। মোহাম্মদ ইব্রাহিম ফাতেমী বিপিএম, পিপিএম, ভাইস-রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে ইন্টারপোলের বিদেশী প্রশিক্ষকগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (এনসিবি) কলেজের অনুষদ সদস্যগণ উপস্থিত ছিলেন। বর্ণিত কোসের্র উদ্দেশ্য হচ্ছে- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লের বহুজাতিক অপরাধ মোকাবেলা, প্রচলিত পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, উল্লেখিত অ লের কর্মকর্তাদের সহযোগিতা বৃদ্ধি এবং সর্বোত্তম পুলিশি সেবার অনুশীলন সম্পর্কে মতবিনিময়সহ ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা প্রদান করা।
প্রশিক্ষণ কোর্সটিতে ভারত হতে ২ জন, ভূটান হতে ১ জন, মালদ্বীপ হতে ১ জন, পূর্ব তিমুর হতে ২জন, শ্রীলংকা হতে ১ জন, ফিলিপাইন হতে ১ জন, উজবেকিস্থান হতে ১ জন, ব্রুুনাই হতে ২ জন জাপান হতে ১ জন, নিউজিল্যান্ড হতে ১ জন এবং বাংলাদেশ হতে ৫ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এছাড়াও জিম্বাবুয়ে, সিংগাপুর, ফ্রান্স ও নিউজিল্যান্ড হতে মোট চারজন বিদেশী প্রশিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন।
প্রধান অতিথির বক্তব্যে রেক্টর, পুলিশ স্টাফ কলেজ বলেন, এ কোর্সটি সময়োপযোগী এবং Asia and South Pacific’ অঞ্চলের দেশগুলোর পুলিশ কর্মকর্তাগণ কোর্স হতে উপকৃত হবেন। এ ধরণের প্রশিক্ষণ আন্ত:রাষ্ট্রীয় বন্ধন, সহযোগিতা এবং আঞ্চলিক বন্ধুত্ব দৃঢ় করণের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। Asia and South Pacific অঞ্চলের পুলিশ কর্মকর্তাগণের মধ্যে এ প্রশিক্ষণ দক্ষতা ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আন্ত:রাষ্ট্রীয় অপরাধ হ্রাস করে এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর হবে। দক্ষিণ এশিয়ার একমাত্র পুলিশ স্টাফ কলেজ হিসেবে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ পেশাদার ও দক্ষ পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজনেও পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে। পুলিশ স্টাফ কলেজকে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য Asia and South Pacific এ উন্নীত করার প্রয়াস অব্যাহত আছে।
বিশেষ অতিথি ভিম্যান বলেন, আন্ত:রাষ্ট্রীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা আরোও সুদৃঢ় ও সুসংহত করার উদ্দেশ্যেই আজকের এ প্রশিক্ষণ। যাতে করে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অ লের সন্ত্রাস, মানবপাচার, অস্ত্র ও মাদক পাচার এবং দক্ষতা ও অভিজ্ঞতা এ প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগানো যায়। আন্ত:রাষ্ট্রীয় অপরাধ ও এর সুদুর প্রসারী ফলাফল অর্জনে এ প্রশিক্ষণ এ অ লের দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন রচনা করবে এবং অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করে নিরাপদ ও আবাসযোগ্য একটি বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো: মতিউর রহমান শেখ, এমডিএস (ট্রেনিং), পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে জনাব ফাতেমী আন্তর্জাতিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও উত্তম চর্চা অনুশীলনের উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং Asia and South Pacific’ ভুক্ত দেশসমূহকে প্রশিক্ষণার্থী প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন ।
পিবিএ/বাখ