বাংলাদেশকে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান

পিবিএ,ঢাকা: বাংলাদেশের বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মোহাম্মদ নবী। তার ব্যাটিং ঝড়ে ৬ উইকেটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান।

রবিবার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় আফগানিস্তান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ০ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দীন। দ্বিতীয় ওভারে এসে তিনি নিজের দ্বিতীয় শিকার বানান নাজিব তারকাইকে (১১)। সাইফউদ্দীনের সঙ্গে আফগান শিবিরে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক তার ঘূর্ণিতে বোকা বানান হযরতউল্লাহ জাজাই (১) ও নাজিবুল্লাহ জাদরানকে (৫)।

৫.৫ ওভারে দলীয় ৪০ রানে ৪ উইকেট হারানো আফগানদের এরপর ভাল সংগ্রহ এনে দেন মোহাম্মদ নবী ও আসগর আফগান। এই জুটি করেন র ৭৯ রান। আসগর আফগানকে (৩৯) রানে বিদায় করে এই জুটি ভাঙেন সাইফ। এর পরপরই গুলবাদিন নাঈবকেও সাজঘরে ফেরানন সাইফ। মোহম্মদ নবী শেষ পযর্ন্ত অপরাজিত ছিলেন ৮৪ রানে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...