পিবিএ ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের আপাতত কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।
সোমবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে রবিবার এক ঘোষণায় জানিয়েছে কাতার সরকার।
রয়টার্স জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া ও থাইল্যান্ডের নাগরিকরা এই নিষেধাজ্ঞার তালিকায় আছেন।
রবিবার বাংলাদেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর কাতার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো।
এদিকে কাতারেও রবিবার তিনজন নতুন রোগী ধরা পড়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মোট ১৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত করে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। শনিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়।
এদিকে সিএনএন-এর পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসে রবিবার নাগাদ সারা বিশ্বে ৪ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজারের বেশি। চীনে প্রাদুর্ভাব কমলেও বেড়েছে ইতালি, ইরান এবং দক্ষিণ কোরিয়ায়।
পিবিএ/জেডআই