বাংলাদেশি শিক্ষার্থীদের জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে সাফল্য

 

পিবিএ,ঢাকা: ১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করা আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত বতসোয়ানার রাজধানী গ্র্যাব্রয়নে অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও)দুটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দলের সদস্যরা ।

পদকপ্রাপ্তরা হলেন- নটর ডেম কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ তানভীর রহিম ও সেন্ট গ্রেগরিজ হাইস্কুলের আবরার তাসনিম আবির (রৌপ্য পদক) এবং নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের মুয়াম্বার সারোয়ার নিবিড়, মতিঝিল আইডিয়াল স্কুলের আবসার খান সিয়াম ও মিনহাজুর রহমান চৌধুরী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার সন্তু (ব্রোঞ্জ পদক)।

বাংলাদেশ দলের দলনেতা বুয়েটের অধ্যাপক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়ককরণ সমিতির সাধারণ সম্পাদক ফারসীম মান্নান মোহাম্মদী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১১টার দিকে তিনি তার ফেসবুক পেজে বাংলাদেশ দলের সদস্যদের পদক পাওয়ার তথ্য ও ছবি দিয়ে স্ট্যাটাস দেন। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘বতসোয়ানা সফর সফল ঘোষণা করছি।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি দেশে এই অলিম্পিয়াড আয়োজন করে এবং ছয়জনের দলকে আইজেএসওতে পাঠানো হয়।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...