বাংলাদেশী তাহমিনা মালয়েশিয়ার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড ভূষিত

কায়সার হামিদ হান্নান ,মালয়েশিয়া: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোটা দামানসারা শপিং মলে সেগি ইউনিভার্সিটি কমিউনিকেশন এন্ড ক্রিয়েটিভ ফ্যাকাল্টির আয়োজনে উদ্ভাবন ,প্রতিভা ও কাজের সমন্বয়ে সিটিআরএল গ্র্যাজুয়েট শোকেজ-২০১৯ সম্পন্ন হয়েছ।

গত ১১ মে শনিবার শুরু হওয়া ১২ মে দুই দিন ব্যাপি অনুষ্ঠানটি শেষ হয়। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, চীন, মরিসাচ, তুনেশিয়া সহ মোট ১৮ জন মেধাবী শিক্ষার্থী তাদের চিন্তা চেতনা উদ্ভাবন নিয়ে সিটিআরএল গ্র্যাজুয়েট শোকেজ-২০১৯ অংশ গ্রহণ করে। তার মর্ধে ৪ জন বাংলাদেশী মেধাবী শিক্ষার্থী তাদের উদ্ভাবন নিয়ে তাদের মেধাকে তুলে ধরেন। তাদের উদ্ভাবনীয় বিষয় গুলি হলো তাহমিনা ভূঁইয়া মিনা ‘Death Escape’ ও সালমান রাব্বি ‘Quite’ নামে ২টি নতুন 3D Game ,জারিন আফরোজ উদ্ধাবন ‘ BD Digital Apps ইউটিলিটি বিল পরিশোধ, পাসপোর্ট, এনআইডি সংক্রান্ত নানা ধরনের সেবায় এই Apps টি গুরুত্বপূর্ণ প্ৰয়োজন মিটাবে ৷ সাইফ মোস্তফা প্রান্ত Modern day human trafficking কমানোর একটি আধুনিক ক্যাম্পেইন ধারণা দিয়েছেন তার প্রজেক্ট এ।

এছাড়াও অন্যান্য Project এর মধ্যে আছে Personal Safety App(Mohannad), Awareness on major depressive disorder(Zetty), Campaign for Internet Addict(Teha), Campaign for Women self defence(Latif), Campaign for Obesity among Children (Alif), Campaign for Safe sex(Masita),Campaign for Upcycling textiles(Sakshi), Campaign for deforestation( Rim), Campaign for underage drinking(Ansy), Campaign for Kids Suicidal reason(Andai), Campaign for enough sleep(Fan), Campaign for Youth unemployment(Ashton), Pollution Awarness(Weithing)and Tv ads about the power of bare face(Jasmine) তার মর্ধে সেগি ইউনিভার্সটির কমিউনিকেশন এন্ড ক্রিয়েটিভ ফ্যাকাল্টির বাংলাদেশী শিক্ষার্থী তাহমিনা ভূঁইয়া তার সৃষ্টিকর্ম প্রশংসিত হন। বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড হিসাবে ভূষিত হন। সেগি ইউনিভার্সিটি ডিন বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড হিসাবে তাহমিনার হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

তাহমিনা ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কৃতি সন্তান।

পিবিএ/হক

আরও পড়ুন...