পিবিএ ডেস্ক: বাংলাদেশে জন্ম নেওয়া ব্যবসায়ী, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান সামিট গ্রুপের কর্ণধার মুহাম্মদ আজিজ খান ও তার পরিবার সিঙ্গাপুরের শীর্ষধনীর তালিকায় ৪০ তম স্থান পেলেন। বিখ্যাত সাময়িকী ফোর্বসের ২০১৯ সালের তালিকায় তার নাম এসেছে।
সাময়িকীটির প্রকাশিত তথ্যমতে, আজিজ খানের সম্পদের পরিমান ৮৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমান প্রায় সাত হাজার কোটি টাকা।
যদিও গতবছর এ তালিকায় তিনি ৩৪ তম ছিলেন। তখন সিঙ্গাপুরে তার ও তার পরিবারের সম্পদের পরিমাণ ছিলো ৯১ কোটি মার্কিন ডলার।
এক দশকের বেশি সময় ধরে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা মুহাম্মদ আজিজ খান। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, অবকাঠামো খাতের ব্যবসা আছে সামিট গ্রুপের। সম্প্রতি এই গ্রুপের প্রতিষ্ঠান সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে (এসজিএক্স) তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
পিবিএ/এমএসএম