পিবিএ,চৌদ্দগ্রাম (কুমিল্লা): সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র অর্থ সম্পাদক ও জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নূরুল ইসলাম মজুমদার। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে। এ উপলক্ষে বুধবার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও ডাচবাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা হাবিব মহসিন সুধনের নেতৃতে সিটিও ফোরামের নবনির্বাচিত কোষাধ্যক্ষ নূরুল ইসলাম মজুমদারের কার্যালয়ে সিবিএস এর কার্যকরি কমিটির সদস্যবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সহ-সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সোহেল ও বাহাউদ্দিন নোমান, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, প্রচার-প্রকাশনা সম্পাদক ও জনতা ব্যাংকের কর্মকর্তা কাজী বেলাল হোসেন, প্রাইম ব্যাংকের কর্মকর্তা মোঃ ইমরান হোসেন ও কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মোঃ আবুল বাশার আলাল প্রমুখ।
পিবিএ/মোঃ এমদাদ উল্যাহ/এসডি