বাংলাদেশের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজতর করা হয়েছে

পিবিএ,পাবনা: ভারতীয় সহকারি হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন , বাংলাদেশ ভারতের অন্যতম বন্ধু প্রতীম রাষ্ট্র । বাংলাদেশের জনগণের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজতর করা হচ্ছে। ইতোমধ্যেই রাজশাহীর বাহিরে উত্তরবঙ্গের রংপুর,ঠাকুরগাঁ এবং বগুড়াতে ভারতীয় ভিসা সেন্টার সেবাদান শুরু করেছে। সঠিক কাগজপত্র থাকলে দ্রুততম সময়ের মধ্যে ভিসা প্রদান করা এসব ভিসা সেন্টারের মূল কাজ।

শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবে পাবনার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক রণেশ মৈত্র, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, আহমেদ উল হক রানা প্রমুখ।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...