পিবিএ স্পোর্টস: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা ও বাংলাদেশের গ্রুপে কোন কোন দল পড়েছে তা নির্ধারিত হয়েছে। গতকাল রাতে বাছাইপর্বের ফাইনাল শেষে তা ঘোষণা করা হয়। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ড। আর গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান। এবারের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস ও রানার্স আপ হয়েছে পাপুয়া নিউগিনি।
গতকালের ফাইনালে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৮ রান করে পাপুয়া নিউগিনি। জবাবে নেদারল্যান্ডস ১৯ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন তারকা ব্যাটসম্যান রায়ান টেন ডোয়েশ্চেট। আগামী বছরের ১৯ অক্টোবর হোবার্টে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হবে বাংলাদেশের।
পিবিএ/বাখ