বাংলাদেশের বিপক্ষে দ.আফ্রিকার সম্ভাব্য একাদশ

পিবিএ ডেস্ক: আগামীকাল রবিবার চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে খেলবে দক্ষিণ আফিকা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সাথে হেরে চাপে আছে দলটি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। সেই দগদগে ক্ষত নিয়ে আগামীকাল রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। তাই এ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে সতীর্থদের সর্বস্ব দিয়ে টাইগারদের ওপর ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। সম্ভাব্য একাদশ সম্পর্কেও আভাস দিয়েছেন তিনি।

অন্যদিকে আত্মবিশ্বাসে বলিয়ান বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপে এটি প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন হাশিম আমলা। সেরে উঠেছেন তিনি। ফলে বাংলাদেশের বিপক্ষে তার খেলা প্রায় নিশ্চিত। ইনজুরিতে আছেন তারকা পেসার। ডেল স্টেইন। কিন্তু টাইগারদের বিপক্ষে তিনি খেলবেন কি না-তা নিশ্চিত নয়। এছাড়া ইংলিশদের বিরুদ্ধে খেলা সবাই থাকছেন একাদশে।

দক্ষিণ আফ্রিকা সম্ভাব্য একাদশ

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এইডেন মার্করাম, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়াও, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...