বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক’ সম্পর্ক চায় ভারত: মুখপাত্র

বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক’ সম্পর্ক চায় ভারত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছেন তিনি।

সেখানে সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রসঙ্গও উঠে আসে। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ। এতে বলা হয়, ভারত চায় বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ‘ইতিবাচক দিকে’ এগিয়ে যাক।

ব্রিফিংয়ে জয়সওয়াস বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিবের সফরে আমরা বলেছিলাম যে আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই বাংলাদেশ-ভারত সম্পর্ক বাংলাদেশের এবং ভারতের জনগণের জন্য ভালো হোক।’ এটাই ভারতের দৃষ্টিভঙ্গি বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে এ মাসের শুরুতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুদেশের মধ্যে যে উত্তেজনা দেখা দেয়- সে বিষয়ে জয়সওয়ালকে প্রশ্ন করা হয়।

দিল্লি কর্তৃক ঢাকার রাষ্ট্রদূতকে তলবের বিষয়ে জানতে চাইলে ভারতের ওই কূটনীতিক বলেন, ‘আমরা ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্তে বেড়া দেয়ার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর চোরাচালান রোধ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর।’

আরও পড়ুন...