পিবিএ,বান্দরবান: বান্দরবানের রুমা উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের চীন রাজ্যের প্রায় ১২৪ জন শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এমন খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২নং পিলার হয়ে চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
চাইক্ষ্যং পাড়ায় স্থানীয়রা জানায়,বেশ কিছু দিন ধরে মিয়ানমারের চীন রাজ্যের প্লাতোয়া জেলার কান্তালিন, খামংওয়া, তরোয়াইন এলাকাতে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে ব্যাপক সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে এসব শরণার্থীরা জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বর্তমানে দুর্গম রুমা উপজেলার চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে ।
এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামসুল আলম জানান, আমরা রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২ নং পিলার এর কাছে শরণার্থী প্রবেশের কথা জানতে পেরেছি এবং এ পর্যন্ত খুমী ও রাখাইন সম্প্রদায়ের ৩৫ পরিবারের প্রায় ১২৪ জন নারী পুরুষ সেখানে অনুপ্রবেশের কথা জানতে পেরেছি, তবে রুমা উপজেলা চাইক্ষ্যং পাড়া রুমা থেকে অনেক দুর্গম হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।
এদিকে জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম জানান,সীমান্তের পাশ^বর্তী এলাকাতে শরণার্থী অবস্থান করছে, তবে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।
পিবিএ/ডিই/এমএসএম