বাংলাদেশে অ্যালার্ট দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

asadujjaman-khan-kamal-PBA
ফাইল ছবি

পিবিএ,ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অ্যালার্ট জারি আমেরিকার অভ্যাসে পরিনত হয়েছে। বাংলাদেশে অ্যালার্ট দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এত চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও কেন তারা সন্তুষ্ট না, বুঝতে পারছি না। রবিবার(৭এপ্রিল) রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট নয়, তারা তাদের নাগরিকদের অ্যালার্ট দিয়েছে। আমরা জানি না কী কারণে তারা অ্যালার্ট দিয়ে থাকে।

এর আগে শুক্রবার বিকালে মার্কিন সতর্কবার্তার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঝড়ঝাপটা ও নানা দুর্যোগের মধ্য দিয়েও বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা সতর্কবার্তা জানিয়েছে, কিন্তু কেন তারা এ ধরনের সতর্কবার্তা দিল তা বুঝতে পারলাম না।

এ ধরনের কোনো নিরাপত্তাঝুঁকি যদি থেকেই থাকে, তা হলে আমাদের গোয়েন্দা সংস্থাকে অবহিত করলেই পারত।

প্রসঙ্গত, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বাংলাদেশে তাদের নাগরিকদের চলাচলের ওপর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...