বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফল কাঁঠাল। শুধু স্বাদে নয়, পুষ্টিতেও ভরপুর এই ফলটি। এই কাঁঠাল কেবল মানুষের প্রিয় তা নয়। পশু পাখিদের কাছেও সমান প্রিয়। আর এই কাঠাল খেয়ে বেঁচে আছে পাখি, কাঠবিড়ালী, বাদুড়, বানরসহ বিভিন্ন প্রানী। তেমনি কয়েকটি কাঠবিড়ালী মনের আনন্দে গাছে উঠে পাকা কাঁঠাল খাচ্ছে। ছবিটি পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে তোলা। শনিবার, ২০ জুলাই। ছবি: পিবিএ/মোঃ তুহিন হোসেন