বাংলাদেশ অস্ট্রেলিয়ার লড়াইয়ে মেঘের ভেলকিবাজির সম্ভাবনা

পিবিএ ডেস্ক: ২০১৯ সালের বিশ্বকাপে সবচেয়ে বড় বিরক্তির নাম বৃষ্টি। ইতি মধ্য পন্ড হয়ে গেছে চার চারটি ম্যাচ। বাদ পড়েনি লাল সবুজের বাংলাদেশও। মেঘের ঘনঘটা বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াইয়ের ভেন্যু নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজেও। তবে আশার কথা হচ্ছে, ম্যাচটি পরিত্যাক্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়, স্থানীয় নময় সকাল ১০টায় ট্রেন্ট ব্রিজে মুখোমুখি দল দুটি। স্থানীয় আবহাওয়ার রিপোর্টে বলা হচ্ছে, এ ম্যাচে থাকবে রোদ মেঘের লুকোচুরি। মাঝে মধ্যে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আবার তা আড়াল হয়ে দেখা মেলবে সূর্যের আলোর। খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ম্যাচের ফলে প্রভাব ফেলবে ইংলিশ কন্ডিশন।

স্থানীয় সময় নয়টার দিকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাড়ে এগারোটা পর্যন্ত একই অবস্থা বিরাজ করবে। বারোটার দিকে হতে পারে বৃষ্টি। আবার রোদ-মেঘের খেলা। তিনটার দিকে আবারো বাগড়া দিতে পারে বৃষ্টি। এরপ আবহাওয়া ভালো থাকবে। তাপমাত্রা ১২ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি, সবসময় বাংলাদেশের জন্য পয়া! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফীরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। প্রথম ও শেষ কথা জয়। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।

পিবিএ/ডিআর/হক

আরও পড়ুন...