বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: প্রধানমন্ত্রী

bd-food-prime-minister-PBA

পিবিএ,ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ।

রবিবার (৩ ফেব্রুয়ারি) নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধনীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান যেমন চলছে, তেমন খাদ্যে ভেজাল মেশানোদের বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে। এসময় তিনি বলেন, খাদ্যে ভেজাল মেশানোও এক ধরনের দুর্নীতি। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে অনেক পথ অতিক্রম করতে হবে। এ জন্য প্রয়োজন জনসচেতনতা।

শেখ হাসিনা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন করেছে। এরপর এটি বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। তারা বিভিন্নভাবে কার্যকর পরিচালনা করে আসছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...