পিবিএ,ঢাকা: বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগ ও টিএসছি চত্ত্বরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা হয়। আর যারা মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হয়েছে তারা আর মাস্ক ছাড়া বের হবে না বলে অঙ্গীকার করে। মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার নেত্রী ডা. আসমা আক্তার মৌসুমী, সাবেক সহ সম্পাদক বেলাল হোসেন রাজু, দপ্তর উপকমিটির সদস্য মারুফ সরকার, সালমা আক্তার প্রমুখ।
এর আগে সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্বদ্যিালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির নেতারা।
পিবিএ/মারুফ সরকার/এসডি