বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরীকে ডিজিটাল লাইব্রেরীতে রুপান্তর করা হবে : স্পীকার

পিবিএ, সিঙ্গাপুর : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরী পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি লাইব্রেরীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরীর প্রধান নির্বাহী মিজ. ইলাইন ডিজিটাল লাইব্রেরী সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে স্পীকার এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল লাইব্রেরীতে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান মিজ. ইলাইন। এ সময় ডিজিটাল লাইব্রেরী সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সিয়ং হক।

স্পীকার বলেন, দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ লাইব্রেরীকে ডিজিটাল লাইব্রেরীতে রুপান্তর করা হবে। ডিজিটাল লাইব্রেরীতে রুপান্তর করতে ইতোমধ্যে সংসদ লাইব্রেরীর স্থাপত্যশৈলী কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নতুনভাবে লাইব্রেরীকে সজ্জিত করা হয়েছে—যা সংসদ সদস্যদের লাইব্রেরী ব্যবহারে আকৃষ্ট করবে।

তিনি বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরী থেকে অনেক কিছু শেখার আছে। ডিজিটাল লাইব্রেরী হিসেবে সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরী অনুকরণযোগ্য।

এসময় এ, এফ, এম রুহুল হক এমপি, মো: ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপি, অ্যারোমা দত্ত এমপি, নাহীদ ইজহার খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ লাইব্রেরী পরিদর্শন এবং মতবিনিময় করেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...