বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক, সীমান্তে সতর্কতা

বাংলাদেশের টালমাটাল অবস্থা নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে এমপিদের পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতে বলা হয়, শেখ হাসিনার পতন, সেনাবাহিনীর পরিস্থিতি সামাল দেওয়া এবং প্রতিবাদ বিক্ষোভ নিয়ে সর্বদলীয় ওই বৈঠকে ব্রিফ করেন জয়শঙ্কর। একই সঙ্গে পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা, অর্থনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া মোকাবিলায় ভারত সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সবাইকে অবহিত করেন তিনি।

সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, এতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেওয়া কৌশল সম্পর্কেও তিনি আলোচনা করেন। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ।

পরে সর্বসম্মত সমর্থন দেয়ার জন্য নেতাদের ধন্যবাদ জানান এস জয়শঙ্কর। তিনি এক্সে বলেছেন, বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে ব্রিফ করা হলো। যে সর্বসম্মত সমর্থন এবং বোঝাপড়া হয়েছে তার জন্য অভিনন্দন।

তিনি পদত্যাগ করার অল্প পরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, সেনাবাহিনী একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে। তিনি বিক্ষোভকারীদের শান্ত হওয়ারও আহ্বান জানান। ওদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন এদিন সন্ধ্যার দিকে। এ স্থানটি দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে। তাকে অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

এদিকে বাংলাদেশের সঙ্গে অভিন্ন ৪০৯৬ কিলোমিটার সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফিল্ড কমান্ডারদেরকে ‘অন গ্রাউন্ড’ পজিশনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যেকোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন...