বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় পার্লামেন্টের উচ্চ-কক্ষ রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বিবিসি রিপোর্ট মতে সেই বিবৃতিতে মন্ত্রী বলেন, জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই বাংলাদেশে যথেষ্ট উত্তেজনা, মতভেদ গভীর হচ্ছিলো। ক্রমাগত রাজনৈতিক মেরুকরণ ঘটছিলো।
এ অবস্থায় জুন মাস থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়। যান ও রেল চলাচল, সরকারি ভবন ও অবকাঠামোর ওপরে আক্রমণসহ বিভিন্ন সহিংসতা শুরু হয়। সেইসব হিংসাত্মক ঘটনা জুলাই মাস ধরে চলতে থাকে। আন্দোলনের পুরো সময়জুড়ে ভারত সরকার দফায় দফায় বাংলাদেশে বার্তা দিয়েছে সংযম প্রদর্শনের জন্য। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার তাগিদ ছিলো।
দিল্লির বিদেশমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এরকম সব রাজনৈতিক শক্তির কাছেই ভারতের অভিন্ন আর্জি ছিলো। সবাইকে বোঝানোর চেষ্টা হয়েছে।