বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট কালোবাজারে

পিবিএ স্পোর্টস ডেস্ক : গত সোমবার আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে সেমিফাইনালে উঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। কিন্তু গতকাল পাকিস্তানের কাছে নিউজিল্যান্ড হারার পর সমীকরণটা একটু কঠিন হয়ে গেছে। তবে আগামী দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে জিততে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত টাইগারদের জন্য।

আর তাই আগামী ২ জুলাই বার্মিংহামে ভারতের বিপক্ষে টিম বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠেছে কোয়ার্টার ফাইনালেরই আর এক প্রতিশব্দ। কিন্তু বাংলাদেশের জন্য এমন উত্তেজনাকর ম্যাচ দেখতে টিকিট পাচ্ছেন প্রবাসী ক্রিকেট পাগলরা। হই হুণ্য করে খোঁজছেন টিকিটি। পাউন্ড আছে কিন্তু নেই কোনো টিকিট।

টিকিট পাওয়া গেলেও মূল্য যে আকাশ ছোঁয়া। কালোবাজারে (বাংলাদেশের মতো প্রকাশ্যে নয়) ৪/৫ গুন বেশি দাম হাঁকানো হচ্ছে। কেউ কেউ দাম শুনে পিছিয়ে গেলেও, অনেকেই অর্থের দিকে তাকাচ্ছেন না।

গতকাল বুধবার দুপুরে বার্মিংহামের প্রাণকেন্দ্রে এক বাংলাদেশী ফুডশপে খাবার খেতে গেলে বেশ কয়েকজন টাইগার সমর্থক টিকিটের হাহাকার জানিয়ে বলেন, ‘ভাই টিকিট পাচ্ছি না। আপনার কাছে থাকলে দিন। না হলে ব্যবস্থা করে দিন। পাউন্ড ব্যাপার না। এত বড় ম্যাচ দেখতে পারব না?’

বিশ্বকাপে আইসিসি চার ধরনের টিকিট বিক্রি করছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ও প্লাটিনাম। শুরুতেই টিকিটের যে দাম ছিল, পরে সেখানে পরিবর্তন করে বাড়ানো হয়েছে। এটি সবচেয়ে বেড়েছে লর্ডসে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে। আইসিসির ওয়েবসাইটে এখনো এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু ভারত-বাংলাদেশের ম্যাচে শুধু প্লাটিনাম কিছু টিকিট ছাড়া আর কোন টিকিট নেই।

ব্রোঞ্জ ৪০ পাউন্ড, সিলভার ৬০ পাউন্ড, গোল্ড ৯৫ পাউন্ড, প্লাটিনাম ১২৫ পাউন্ড। প্লাটিনাম টিকিটের দাম বেড়ে হয়েছে ২৩০ পাউন্ড। এই সব টিকিট কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। প্লাটিনাম ৩০০ থেকে ৪০০ পাউন্ড, গোল্ড ২০০ থেকে ২৫০ পাউন্ড, সিলভার টিকিট ১৫০ থেকে ২০০ পাউন্ড আর ব্রোঞ্জ ১০০ থেকে ১৫০ পাউন্ড দাম হাঁকানো হচ্ছে।

আরও পড়ুন...