বাংলাদেশ সরাসরি খেলতে পারছে না টি-টোয়েন্টি বিশ্বকাপে

পিবিএ,ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি খেলতে পারছে না আগামী বছর অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে । তথ্যটি জানানো হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে । বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বাছাইপর্ব পেরিয়েই মূল আসরে খেলতে হবে বলে জনায় আইসিসি ।সংস্থাটির পক্ষ থেকে আরো জানানো হয়, আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এর ১৬ দলের মধ্যে শীর্ষ আটটি সরাসরি খেলবে গ্রুপ পর্বে এবং বাকি আট দল খেলবে বাছাইপর্ব। শীর্ষ চার দল সুযোগ পাবে গ্রুপপর্বে খেলার। এরপর ১২ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের ম্যাচ। তখন ১২টি দলে বিভক্ত হবে দু’টি গ্রুপ ।আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-এ শীর্ষে আটে অবস্থান করায় বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলবে পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

শীর্ষ তালিকাটির মধে্য নবম থেকে ১৭তম স্থান পর্যন্ত আছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড। তাই এই দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে।

২০২০ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।

পিবিএ/আরএইচ

আরও পড়ুন...